ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর বিমানবন্দর

জমি অধিগ্রহণ ও স্থাপনা হস্তান্তর বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

প্রকাশিত: ১৩:১১, ২৫ অক্টোবর ২০১৯

 জমি অধিগ্রহণ ও  স্থাপনা হস্তান্তর বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নির্মাণের অনুকূলে চলমান ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনাসমূহ হস্তান্তর বিষয়ক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সচিব মহিবুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজামান নূর, দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর ইসলাম প্রমুখ। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ আগামী বছর থেকে শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের পর নীলফামারীর সৈয়দপুরের এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে নির্মিত হলে উত্তরাঞ্চলে নতুন দিগন্ত উন্মোচন হবে। প্রতিমন্ত্রী মাহবুব আলী আরও বলেন ভারত, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি হবে এবং সৈয়দপুর বিমানবন্দরটি রিজিওনাল হাব হিসেবে ব্যবহৃত হবে। মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন এলাকার উন্নয়নে এটি তার প্রমাণ। যা বাস্তবায়িত হচ্ছে। এটি একটি কর্মযজ্ঞ। এতে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। এর আওতায় পড়া মানুষদের ক্ষতিপূরণ প্রদান, সহযোগিতা এবং পুনর্বাসন করা হবে যথাযথভাবে। সূত্র মতে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় মাঠপর্যায়ে কাজ চলছে।
×