ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন

প্রকাশিত: ০৯:৪৩, ২৩ অক্টোবর ২০১৯

নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২২ অক্টোবর ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। মঙ্গলবার উপাচার্যের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এর উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, ফ্লিমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক তন্ময় দেয় অপু, প্রভাষক আবদুস সালাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) অহিদুজ্জামান নুর বিপিএম। এ সময় উপাচার্য বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, যা শুধু বইয়ের পড়াশোনায় সম্ভব নয়। লিফলেটসহ দুই জঙ্গী গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক দুইজন হলো খুলনার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের সোবহান হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৩৯) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে জুয়েল মোল্লা (২৫)। র‌্যাব রাজশাহীর অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, রাতে আনসারুল্লাহ বাংলা টিমের কয়েক সদস্য মাটিকাটা কলেজের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে বসে গোপন বৈঠক করছিলেন।
×