ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সম্মাননা দেবেন ফেরদৌস আরা

প্রকাশিত: ১২:৩১, ২২ অক্টোবর ২০১৯

সম্মাননা দেবেন ফেরদৌস আরা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার তত্ত্বাবধানে রাজধানীর ধানম-িতে প্রতিষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ফেরদৌস আরা। প্রতিষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আর্ট’সহ আরো আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। আগামী ফেব্রুয়ারিতে দুই দশক পূর্ণ করছে ‘সুরসপ্তক’। এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন- নজরুল সঙ্গীত শিল্পী, শিক্ষক, চিন্তাবিদ, গবেষক, সাংবাদিক এবং সর্বোপরি নজরুল বিষয়ক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত তাদের এই সম্মাননায় ভূষিত করা হবে। শুধু বাংলাদেশেরই নয় ভারত থেকেও অনেকেই এই সম্মাননায় ভূষিত হবেন। সম্মাননা জানানো হবে নজরুল পরিবারকেও। ফেরদৌস আরা বলেন, দেখতে দেখতে সুরসপ্তক বেশ সুনামের সঙ্গেই দুই দশক পূর্ণ করতে যাচ্ছে। বিষয়টি যখন গভীরভাবে আমার ভাবনায় আসলো ঠিক তখনই সম্মাননা প্রদানের বিষয়টি নিয়ে এগিয়ে যেতে শুরু করেছি। আমার মনে হয় একজন নজরুল সঙ্গীতশিল্পী হিসেবেই শুধু নয় একটি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে নজরুল সঙ্গীতে ক্ষেত্র বিশেষ বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হবে সুরসপ্তকের জন্য অনেক গর্বের বিষয়। তাই এই আয়োজনের উদ্যোগ নিয়েছি।
×