ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানি পানি বলে চিৎকার করলেও পানি পায়নি আবরার

প্রকাশিত: ১১:১৩, ১৭ অক্টোবর ২০১৯

পানি পানি বলে চিৎকার করলেও পানি পায়নি আবরার

স্টাফ রিপোর্টার ॥ নৃশংস কায়দায় ব্যাট দিয়ে পেটানোর সময় বার বার পানি পানি বলে চিৎকার করেছিলেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তাকে পানি তো দেয়াই হয়নি, উপরন্তু আরও মারাত্মকভাবে পিটিয়েছিল পাষ-রা। সবচেয়ে বেশি আঘাত করে অনিক সরকার, মোজাহিদ ও মনির ভাইসহ ১৫ ও ১৬ ব্যাচের ভাইরা বেশি মারছে। আবরার পানি খাইতে চাইলে পানি দেয়া হয়নি। আমরা ভাইদের বলেছিলাম হাসপাতালে নিয়ে যাইতে, ভাইরা নিতে দেয়নি। এভাবেই আদালতে আবরার হত্যার বর্ণনা দিয়েছেন এজাহারভুক্ত অন্যতম আসামি এএসএম নাজমুস সাদাত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের এসব কথা বলে। নাজমুস সাদাত আরও বলেছেন, মনির ভাই আমাদের বলে, আবরারকে রুম থেকে ডেকে নিয়ে আসতে। তখন আমরা নিচে গিয়ে ডেকে নিয়ে আসি। আমি রাত সাড়ে ১২টায় রুমে চলে আসি। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করে নাজমুস সাদাতকে আদালতে হাজির করেন। বিচারক মোর্শেদ আল মামুন ভূইয়া শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার দিনাজপুর জেলার বিরামপুর থানার কাঁঠালবাজার এলাকা থেকে রাত সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করা হয়। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের এই শিক্ষার্থী জয়পুরহাটের কালাই থানার কালাই উত্তরপাড়ার হাফিজুর রহমানের ছেলে।
×