ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ইঁদুর নিধন অভিযান শুরু

প্রকাশিত: ০৫:১৯, ১৬ অক্টোবর ২০১৯

ঝালকাঠিতে ইঁদুর নিধন অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। “সম্পদ ও ফসলের সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি” এই শ্লোগান নিয়ে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র‌্যালি বের হয় এবং র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসক মো: জোহর আলী র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: ফজলুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফরিদ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো: মনিরুল ইসলাম অন্যদের মধ্যে অতিরিক্ত উপ পরিচালক খায়রুল ইসলাম মল্লিক, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান কৃষক মো: শামিম আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের আলোচনা সভায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষেও আলোচনা হয়েছে।
×