ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৪ ঘণ্টার কর্মবিরতিতে উবার চালকরা

প্রকাশিত: ১৩:৩২, ১৪ অক্টোবর ২০১৯

 ২৪ ঘণ্টার কর্মবিরতিতে উবার চালকরা

জনকণ্ঠ ডেস্ক ॥ আট দফা দাবিতে রবিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা গাড়ি চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশে উবারের চালকদের দুটি সংগঠন। ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এবং বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভার্স এ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন উবারের ‘নানা অনিয়মের’ প্রতিবাদে এ কর্মসূচী দিয়েছে। খবর বিডিনিউজের। বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভারস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভ আহমেদ রবিবার রাতে বলেন, আট দফা দাবিতে তারা এ কর্মসূচী ডেকেছেন। তিনি বলেন, ‘উবারের এ্যাপ ব্যবহার করে চলাচলকারী মোটরকার ও মোটরসাইকেল এ কর্মসূচীর আওতায় থাকবে। আমরা চালকদের আহ্বান জানাচ্ছি এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য।’ তিনি আরও বলেন, ‘আমরা ছয় মাস ধরে এই দাবি করে আসছি। এসব দাবি ঢাকায় চলাচলকারী উবারচালকের দাবি। আশা করছি, সবাই আমাদের সঙ্গে যোগ দেবেন।’ শুভ আহমেদ বলেন, এ কর্মসূচীর পর দাবি না মানলে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে।
×