ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন জেলায় সড়কে প্রাণ গেল ৫ জনের

প্রকাশিত: ০১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯

তিন জেলায় সড়কে প্রাণ গেল ৫ জনের

অনলাইন রিপোর্টার ॥ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুত কার্যালয়ের সামনে শ্যামলী পরিবহনের বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিন আরোহীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহত তিনজনে বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ বিজয়পুর এলাকায় বলে জানা গেছে। পাকুন্দিয়ায় মোটরসাইকেল আরোহী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় বাসচাপায় হৃদয় হোসেন (১৮) নামে মোটরসাইকেলের এক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। আজ রবিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় কিশোরগঞ্জ সদর উপজেলার নয়াহাটি গ্রামের আবু তাহেরের ছেলে। আহত আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে পুলেরঘাট এলাকায় অনন্যা সুপার নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। গজারিয়ায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাসচাপায় তাজুল ইসলাম (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক কামালকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজুল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত হোসেন আলির ছেলে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হক জানান, ঢাকামুখী মতলব এক্সপ্রেসের যাত্রীবাহী বাসচাপায় পথচারী তাজুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করাসহ চালক কামালকে আটক করা হয়েছে। বাসের কাগজপত্র ঠিক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
×