ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে সৌদি রিয়ালের জাল নোটসহ চার বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৪, ১০ সেপ্টেম্বর ২০১৯

ভারতে সৌদি রিয়ালের জাল নোটসহ চার বাংলাদেশী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের অসম রাজ্যের কাছাড় জেলা থেকে রবিবার চার বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ভারতীয় রুপী মূল্যের সৌদি মুদ্রা রিয়ালের জাল নোট জব্দ করা হয়। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের। এছাড়া ছয়টি মোবাইল হ্যান্ডসেট এবং পাঁচটি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ সংস্থা। গণমাধ্যমটি জানায়, গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রিপন খান, মোঃ কবির সরদার, আসাদ উদজ্জামান এবং জামাল মুনশি। এই চারজনের প্রত্যেকেই গত মাসে এক ব্যক্তিকে প্রতারিত করার দায়ে অভিযুক্ত ছিলেন। রবিবার তারা আরেক ব্যক্তিকে দুই লাখ ভারতীয় রুপীর বিনিময়ে জাল রিয়াল দিয়ে প্রতারিত করার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশের হাতে তারা ধরা পড়ে বলেও উল্লেখ করা হয় গণমাধ্যমটির প্রতিবেদনে।
×