ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংসদে সুগারক্রপ গবেষণা বিল উত্থাপন

প্রকাশিত: ১১:১৪, ১০ সেপ্টেম্বর ২০১৯

সংসদে সুগারক্রপ গবেষণা বিল উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্তের আলোকে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের পরিবর্তে দেশের সকল মিষ্টি ফসলের গবেষণা একই আমব্রেলার (ছাতা) নিচে আনতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৯ উত্থাপিত হয়েছে জাতীয় সংসদে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের চতুর্থ অধিবেশনে সোমবার বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক। তবে বিলটি উত্থাপনের বিষয়ে আপত্তি উত্থাপন করে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, সাচিবিক কমিটি আইনের শিরোনাম পরিবর্তন করতে হলে সংসদে আসতে হবে। অন্যথায় সাচিবিক কমিটির সিদ্ধান্তে আইনের নাম পরিবর্তন হতে পারে না।
×