ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ফের বাড়ল

প্রকাশিত: ১১:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৯

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ফের বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ দেশের ডেঙ্গু পরিস্থিতি জটিল রসায়নের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। একদিন কমছে তো পরের দিন তা বেড়ে যাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। শত চেষ্টার পর ডেঙ্গু পরিস্থিতি আজও নিয়ন্ত্রণের মধ্যে আনতে ব্যর্থ হয়েছে সরকার। আগের দিন সারাদেশে ৬৫০ নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও পরের দিন সোমবার পর্যন্ত তা বেড়ে ৭১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এদিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেেেছ। হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, সোমবার বেলা ১২টার দিকে শাপলা খাতুন (২৩) নামে এই নারী মারা যান। শাপলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী। গত ৪ সেপ্টেম্বর তাকে ওই হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান ডেঙ্গু আক্রান্ত শাপলার কিডনি বিকল হয়ে গিয়েছিল। সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
×