ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ০৯:০২, ৩০ আগস্ট ২০১৯

বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ আগস্ট ॥ বাউফল পৌরসভার ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে বিভিন্ন ফলদ গাছের ৬ হাজার ৩শ’ চারা বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই চারাগুলো বিতরণ করা হয়। সকাল ১০টার দিকে বাউফল মডেল সরকারী বিদ্যালয় মাঠে বিনামূল্যে ওই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিজুস চন্দ্র দে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা প্রমুখ। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, জাতীয় শোক দিবস পালনে বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদরের পাইকপাড়া মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে দু’হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি দুই হাজার চারা গাছ বিতরণ করেন। চারার মধ্যে ছিলÑ আম, জাম, কাঁঠাল, পেয়ারা, জলপাই, জামির, জামরুল, কদবেল, তেঁতুল, মেহগনি, কড়ই, নিম, কদম, কৃষ্ণচূড়া, কাঞ্চন প্রভৃতি। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান। সঞ্চালনায় ছিলেন, জেলা ওই স্কুলের শিক্ষক কৃষকলীগের সভাপতি খন্দকার রফি আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য এ্যাড. কাজী সেলিনা পারভীন পান্না, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পাইকপাড়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম প্রমুখ।
×