ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মঞ্চশিল্পী কল্যাণ তহবিল সংগ্রহে লোক নাট্যদলের ‘কঞ্জুস’

প্রকাশিত: ০৯:৪০, ২৯ আগস্ট ২০১৯

মঞ্চশিল্পী কল্যাণ তহবিল সংগ্রহে লোক নাট্যদলের ‘কঞ্জুস’

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চশিল্পী কল্যাণ তহবিল সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ লক্ষ্যে এখন থেকে নিয়মিতভাবে নাটক মঞ্চায়নসহ অন্যান্য কর্মসূচী পালন করা হবে। অপেক্ষাকৃত অবহেলিত, অসুস্থ এবং আর্থিক সঙ্কটে থাকা মঞ্চশিল্পীদের সহায়তা দিতেই এই মহতী উদ্যোগ নিয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। এই উদ্যোগের প্রাথমিক আয়োজন হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়নের নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ হবে। লোকনাট্যদল প্রযোজিত, ফরাসী নাট্যকার মলিয়ের রচিত ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত ‘কঞ্জুস’ নাটকটি নির্দেশনা দিয়েছেন লোকনাট্যদলের প্রধান লিয়াকত আলী লাকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, সাবিনা বারী লাকী, শামসুদ্দিন আহমেদ সাগর, মনিরুল হক সরকার, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, মাসউদ সুমন, খাদিজা মোস্তারী মাহিন, পলি কুজুর ও শাহরিয়ার কামাল। পুরান ঢাকার বাসিন্দাদের জীবন-যাপন আর হাড়কিপ্টে বুড়ো হায়দার আলী খানের বিচিত্র জীবনাচারকে ঘিরে গড়ে উঠেছে দর্শকনন্দিত ‘কঞ্জুস’ নাটকের কাহিনী। নাটকে ছেলে কাযিম আলী আর মেয়ে লাইলী বেগমের সঙ্গে তারই এক বন্ধুর কন্যা ও পুত্রের প্রেম ও সর্বক্ষেত্রে হায়দার আলীর চরম কৃপণতা চমৎকার হাস্যরস্যে ফুটে উঠেছে নাটকে। অনেকটা নিরীক্ষাধর্মী আঙ্গিকে হাস্যরসাত্মক ঢংয়ে নির্মিত নাটকে ব্যবহার করা হয়েছে পুরনো হিন্দী গান। হাসির ক্যাপস্যুলখ্যাত এ নাটকের পরতে পরতে রয়েছে অসাধারণ কমেডি। যার প্রাণবন্ত সংলাপে প্রতিমুহূর্তে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার উপক্রম ঘটে দর্শকদের। মলিয়েরের হাসির নাটকের ধারা অনুযায়ী অভিনেতা-অভিনেত্রীদের ব্যাঙ্গবিদ্রুপের হাসির সংলাপ, অভিব্যক্তি এবং ঢাকার আঞ্চলিক ভাষার কৌতুকপ্রদ ব্যবহারে নাটকটিকে দর্শকদের কাছে উপভোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ ইতোমধ্যে ৭১৮তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। আগামীকাল নাটকটির ৭১৯তম মঞ্চায়ন হবে। ইতোপূর্বে দেশের বিভিন্ন এলাকাসহ ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক উৎসবে সম্মানজনক পুরস্কার অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।
×