ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের স্বাস্থ্য বিভাগের দুর্নীতির প্রতিবাদ কর্মসূচীতে বাধা

প্রকাশিত: ০৯:০৯, ২৭ আগস্ট ২০১৯

 সুনামগঞ্জের স্বাস্থ্য  বিভাগের দুর্নীতির  প্রতিবাদ কর্মসূচীতে বাধা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৬ আগস্ট ॥ সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আহূত মানববন্ধন পন্ড করে দিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর গ্রুপের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন আয়োজন করা হয়েছিল। সুনামগঞ্জ সদর হাসপতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ডাকা এক মানববন্ধন কর্মসূচী ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পন্ড হয়ে গেছে। হাসপাতালের দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আয়োজনে এই মানববন্ধন হবার কথা ছিল। জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক ও দুর্নীতি দমন কমটির আহ্বায়ক ইনামুজ্জামান চৌধুরী এনাম ট্রাফিক পয়েন্ট এলাকায় জনতাকে নিয়ে পূর্বনির্ধারিত সময়ে মানববন্ধন শুরু করেন। এর এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের বাধা দেন। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, দুর্নীতিবিরোধী মানববন্ধনের আড়ালে আয়োজকরা সরকারবিরোধী ষড়যন্ত্র করছেন। তাই তারা মানববন্ধনে বাধা দিয়েছেন। বেলা সাড়ে ১১টায় হাসপাতালে দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির ব্যানারে জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরীর নেতৃত্বে রাজনৈতিক কর্মী, ছাত্র-জনতা মানববন্ধনে দাঁড়ালে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা এসে মাইক কেড়ে নেয়।
×