ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

স্পীকারের কোলে শিশু

প্রকাশিত: ১০:৫৬, ২৪ আগস্ট ২০১৯

 স্পীকারের কোলে শিশু

নিউজিল্যান্ডের এক কক্ষবিশিষ্ট পার্লামেন্টে তখন অধিবেশন চলছে। স্পীকার মনোযোগ দিয়ে আইন প্রণেতাদের বক্তব্য শুনছেন। সেই সঙ্গে ছোট্ট একটি শিশুকে ফিডারে করে দুধ খাওয়ানোর কাজও করছেন তিনি। শিশুটি এক আইন প্রণেতার। স্পীকার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি পোস্ট করেছেন। ইতোমধ্যে সেই ছবিটি ভাইরাল হয়েছে। বুধবার হাউস অব রিপ্রেজেনটেটিভসের অধিবেশন চলাকালে স্পীকার ট্রেভর ম্যালার্ড আইন প্রণেতা তামাতি কফের এক মাসের শিশুকে সামলেছেন। শিশুটিকে ফিডারে করে দুধ খাওয়ানোর ছবি নিজেই টুইটারে পোস্ট করে ম্যালার্ড লেখেন, সাধারণত স্পীকারের চেয়ারে প্রিসাইডিং কর্মকর্তাই বসেন। তবে আজ একজন ভিআইপি আমার সঙ্গে চেয়ারে বসেছেন। শিশুটির বাবা তামাতি কফে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত বুধবারই কাজে যোগ দেন। স্পীকারের কাছাকাছিই বসা ছিলেন তিনি। অধিবেশন চলাকালে তিন সন্তানের জনক ম্যালার্ড স্পীকারের দায়িত্বের পাশাপাশি ‘বেবিসিটার’র দায়িত্বও পালন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা স্পীকার ম্যালার্ড ও আইন প্রণেতা কফের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এক টুইটার ব্যবহারকারী লেখেন, আমরা এমন ঘটনা আরও দেখতে চাই। কর্মক্ষেত্র এ ধরনের আচরণ প্রচলনের উপযোগী হওয়া দরকার। আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, নিউজিল্যান্ড ছোট দেশ হতে পারে। কিন্তু বিশ্বের এর কাছ থেকে অনেক শেখার রয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন কন্যা নিয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। সেটি ছিল প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে কোন শিশুর তার মায়ের সঙ্গে যোগ দেয়ার ঘটনা। -বিবিসি
×