ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম গ্রেফতার

প্রকাশিত: ১২:৫২, ২২ আগস্ট ২০১৯

ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সাবেক অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমকে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। বুধবার রাতে জোড়াবাগের বাসভবন থেকে তাকে আটক করেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা। খবর এনডিটিভি ও আনন্দবাজারের। তার গ্রেফতারির আশঙ্কা ছিল আগে থেকেই। বুধবার ২৭ ঘণ্টা পর প্রথম চিদম্বরম প্রথম প্রকাশ্যে আসেন। রাতে দিল্লীতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেন। পরে তিনি ফিরে যান বাড়িতে। ওদিকে, তার জোড়াবাগের বাসভবনে পৌঁছে সিবিআইয়ের একটি দল। দরজা না খোলায় দেয়াল টপকে বাড়িতে ঢোকে তারা। এর পর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত রাত পৌনে দশটা নাগাদ তাকে গ্রেফতার করা হয়।
×