ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৯:২০, ১০ আগস্ট ২০১৯

 গাইবান্ধায় পুলিশের  কাছ থেকে ছিনিয়ে  নেয়া আসামি  বন্দুকযুদ্ধে  নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ আগস্ট ॥ গোবিন্দগঞ্জে হাতকড়াসহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া একাধিক মামলার আসামি চিনু মিয়া (৩৮) সাপগাছি হাতিয়াদহ বাঁধের ওপর বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। নিহত চিনু মিয়া ওই উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা চেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জানা গেছে, বুধবার রাত ১০টায় গ্রেফতারকৃত চিনু মিয়াকে তার সন্ত্রাসী সহযোগী আত্মীয়-স্বজনরা পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। তাকে পুনরায় গ্রেফতার করতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং পুলিশ কাটাখালি এলাকায় অবস্থান নেয়। চিনু ও তার সহযোগীরা কাটাখালিতে পৌঁছলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে। এ সময় চিনু মিয়া ও তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এমতাবস্থায় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চিনু মিয়া নিহত হয়।
×