ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদে বাস ছাড়ার আগে মশার ওষুধ স্প্রে করা হবে

প্রকাশিত: ১০:১০, ৫ আগস্ট ২০১৯

 ঈদে বাস ছাড়ার আগে মশার ওষুধ স্প্রে করা হবে

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু দমনে আসন্ন ঈদ-উল-আজহায় ঢাকা থেকে বাস ছাড়ার আগে মশা মারার স্প্রে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাত্রীবাহী বাসে স্প্রে করার পরই দূরপাল্লায় এ সমস্ত বাস ছেড়ে যাবে। একইসঙ্গে ঢাকার মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্য তিনটি ফগার মেশিন কিনে স্প্রে করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার ডেঙ্গু প্রতিরোধকল্পে করণীয় বিষয়ে মালিক-শ্রমিক যৌথসভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ নির্দেশ দিয়েছেন। সভায় সিদ্ধান্ত হয় সমিতির পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদকের সমন্বয়ে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি এ কার্যক্রম মনিটরিং করবে। যৌথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বাসের মাধ্যমে ডেঙ্গু ঢাকার বাইরের জেলাগুলোতে ছড়িয়ে যেতে পারে। ডেঙ্গু দমনে সব ধরনের বাস ঢাকা ছাড়ার আগেই মশা মারার স্প্রে বাধ্যতামূলক করতে হবে। এছাড়া সব টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ফগার মেশিন দিয়ে স্প্রে করা হবে। বাস মালিকদের উদ্দেশে তিনি বলেন, স্ব স্ব টার্মিনালের মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এগুলো কিনে মশা নিধনের কাজ পরিচালনা করতে হবে। ফগার কেনার পর সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলে ওষুধ কিনতে হবে। পাশাপাশি লোক রেখে এগুলো ছিটানোর ব্যবস্থা করবেন।
×