ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ জুলাই ২০১৯

 বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ব্যাপক, অনিয়ম ও দুর্নীতি, পরিষদের বিভিন্ন প্রকল্প থেকে উৎকোচ গ্রহণসহ স্বেচ্ছাচারিতার অভিযোগে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলামের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে পরিষদের সদস্যরা। বুধবার দুপুরে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে পরিষদের সদস্যরা ১৯ দফা দাবি সংবলিত একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন। এ সময় পরিষদের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত থাকলেও চেয়ারম্যান তার কক্ষে ছিলেন না। জেলা পরিষদের সদস্য মনোয়ারুল ইসলাম অলি জানান, চেয়ারম্যান মইদুল ইসলামের দুর্নীতি ও অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধে গত ৩০ জুন সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু তিনি এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত থেকে সদস্যদের হয়রানির নানামুখী কৌশল নিয়েছেন। এছাড়া তিনি (চেয়ারম্যান) দীর্ঘদিন কর্মস্থলে না আসার কারণে জেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতা এলেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এর আগে চেয়ারম্যান দেশের বাইরে গিয়ে ১০ থেকে ১৫দিন অবস্থান করলেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি। উপায়ান্তর না পেয়ে পরিষদের সদস্যরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছেন।
×