জনকণ্ঠ ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী ৭ আগস্ট ভারত সফরে যাবেন। সফরে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু। খবর ওয়েবসাইটের।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৭ আগস্ট দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। তবে গুরুত্ব পেতে পারে অবৈধ অভিবাসী ও সন্ত্রাস দমন ইস্যু। দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোন বিদেশী মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই বিজেপি নেতা। ভারতীয় কর্মকর্তারা জানান, তরুণ ও রোহিঙ্গা শরণার্থীদের জঙ্গীবাদে জড়িয়ে পড়ার বিষয়টিও দুই মন্ত্রীর আলোচনায় স্থান পেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী ৭ আগস্ট ভারত সফরে যাচ্ছেন
প্রকাশিত: ১৩:০১, ২২ জুলাই ২০১৯
আরো পড়ুন