ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের সেমিফাইনালে ছয়বারের মধ্যে তিনবার জিতেছে ভারত

প্রকাশিত: ০১:২৫, ৯ জুলাই ২০১৯

বিশ্বকাপের সেমিফাইনালে ছয়বারের মধ্যে তিনবার জিতেছে ভারত

অনলাইন ডেস্ক ॥ এর আগে ছয় বার বিশ্বকাপের সেমিফাইনাল খেললেও ভারতের জয়-পরাজয়ের হিসাবটা সমান সমান। জয় এসেছে তিন বার, হারও সমসংখ্যক ম্যাচে। ১৯৮৩-র বিশ্বকাপে প্রথম সেমিফাইনালেই জয় তুলে নেয় কপিল দেবের ভারত। ইংল্যান্ডকে তাঁদের মাটিতে হারায় ৬ উইকেটে। তার পরের ম্যাচে কাপ হাতে লর্ডসের ব্যালকনিতে কপিলদেবের ছবি ভুলতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। পরের বার ১৯৮৭-এর সেমিফাইনালেও ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। মুম্বাই-এর সেই সেমিফাইনালে ভারত হেরে যায় ৩৫ রানে। ১৩ বছর পর নিজেদের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ভারত। ইডেনের সেই ভয়াবহ সেমিফাইনাল আজও মনে আছে ক্রিকেট ভক্তদের। দর্শক বিক্ষোভে বন্ধ হয়ে যাওয়া ম্যাচে জয়ী ঘোষণা করা হয় শ্রীলঙ্কাকে। ২০০৩-এর বিশ্বকাপে ভারত হারায় কেনিয়াকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শতরানে জেতে ভারত। যদিও ফাইনালে হেরে যায় তৎকালীন ক্রিকেট শাসক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১১-র বিশ্বকাপে পাকিস্তানকে ২৯ রানে হারায় ভারত। ভারত প্রথমে ব্যাট করে ২৬০ রান করে। পাকিস্তান ২৩১ রানে অলআউট হয়ে যায়। শেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। অধিনায়ক স্টিভ স্মিথের শতরানে ৩২৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ভারত শেষ হয়ে ২৩৩ রানে। এ বারে ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে কিউয়িরা। লিগ শেষে প্রথম নক আউট ম্যাচ। অপেক্ষা আর কিছু ঘণ্টার। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×