ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুল দিকে গাড়ি চালানোয়...

প্রকাশিত: ১০:০৫, ১ জুলাই ২০১৯

 ভুল দিকে গাড়ি চালানোয়...

আইনের উর্ধে কেউ নয়। নিজের কাজের মাধ্যমে এই আপ্তবাক্যটি আবারও স্মরণ করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর পুলিশ কর্মকর্তা এ্যালেক্স ক্লিপ। রাস্তার ভুল দিকে গাড়ি চালানোয় নিজের দশ মাসের মেয়েকে সতর্ক করলেন তিনি। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার সময় এ্যালেক্স রাস্তায় দেখতে পান তার মেয়ে টালিনকে। সে তখন নিজের খেলনা গাড়ি চালিয়ে রাস্তার ভুল দিকে চলছিল। টালিনের পুলিশ বাবা এসে তার কাছ থেকে মজা করে গাড়ির কাগজপত্র দেখতে চান। ভুল দিকে গাড়ি চালানোর জন্য সতর্কও করেন তাকে। মেয়ের সঙ্গে বাবার এই খুনসুটির ঘটনা ক্যামেরাবন্দী করেন টালিনের মা কেলি এলিজাবেথ। তারপর তিনি সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। -নিউজ নেশন
×