ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ জুন ২০১৯

   খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি সেনা রিজিয়নের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো: হামিদুল হক নবীন সৈনিকদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রেজিমেন্টের একজন গর্বিত সৈনিক হিসাবে সর্বোচ্চ আত্মতাগের জন্য প্রস্তুত আহবান জানিয়েছেন। নিতি আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের রিক্রুট ১৯-১ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন সৈনিকদের এ নির্দেশ দেন। রিক্রুট ১৯-১ ব্যাচে ইস্ট বেঙ্গল ও ইনপেন্টি রেজিমেন্টের ৮শ ৯৫ নবীন সেনা সদস্য শপথ গ্রহণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রধান অতিথি ও নবীন সেনা সদস্যের আত্মীয়স্বজনরা কুচকাওয়াজ উপভোগ করেন। অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্ণেল নাজিম উদদৌলা, এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে,কর্ণেল জয়নুল আবেদীন চিশতিসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×