ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পতাকা পিজা

প্রকাশিত: ০৯:১৯, ২৬ জুন ২০১৯

পতাকা পিজা

মার্কিন পতাকার আদলে একটি পিজা বানিয়ে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন বুরিম রেজাই নামের একজন পাচক। নয় ফুট দৈর্ঘ্য ও চার ফুট প্রস্তের এই পিজাটি দূর থেকে দেখলে মার্কিন পতাকা বলেই মনে হয়। বুরিম রেজাই বলেন, পতাকাটি তৈরি করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। কারণ পিজায় বেশি রং ব্যবহার করা যায় না। এটি তৈরিতে নীল রংয়ের ব্যবহার আরও কষ্টকর ছিল। নিউজার্সির ওয়েন্টফিল্ড শহরের একটি সিনেমা উৎসবে পিজাটি পরিবেশন করা হয়। এটিকে বিশ্বের সবচেয়ে বড় পতাকা পিজা হিসেবে গণ্য করা হচ্ছে। -সিএনএন
×