ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবির কৃষি বিভাগের ডিন প্রফেসর ড. গোলাম রসুল

প্রকাশিত: ০৯:৫১, ২৫ জুন ২০১৯

 বশেমুরকৃবির কৃষি বিভাগের ডিন প্রফেসর ড. গোলাম রসুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম রসুল গত শুক্রবার দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন নিযুক্ত হয়েছেন। প্রফেসর গোলাম রসুল ১৯৬০ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার শাহাপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৩ সালে বিএসসি এজি (সম্মান) এবং ১৯৮৪ সালে এমএসসি (এজি) ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৩ সালে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। তার ১৩৭টিরও বেশি গবেষণাপত্র বিভিন্ন দেশী ও বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি এ পর্যন্ত ১০ জন পিএইচডি ও ৫০ জন এমএস ছাত্র-ছাত্রীর গবেষণা তত্ত্বাবধান করেছেন।
×