ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ১০:৪৫, ২৪ জুন ২০১৯

বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জুন ॥ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পঞ্চম শ্রেণীর একছাত্রী (১১) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামে। জানা গেছে, রবিবার দুপুরে রায়পুর গ্রামের আরশ আলীর ছেলে ফরিদ মিয়ার সঙ্গে (২২) ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এ খবর পেয়ে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত শিশু বিবাহ রোধ প্রকল্পের কর্মীরা বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এবং ইউপি চেয়ারম্যানকে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, রংছাতি ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন এবং কলমাকান্দা থানার পুলিশ গিয়ে বিয়েটি বন্ধ করেন।
×