ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাস্তায় অবৈধ ভবন

গুঁড়িয়ে দেয়া হলো নারায়ণগঞ্জের রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউট

প্রকাশিত: ১০:৫১, ২১ জুন ২০১৯

 গুঁড়িয়ে দেয়া হলো  নারায়ণগঞ্জের  রহমত উল্লাহ  মুসলিম ইনস্টিটিউট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর প্রাণকেন্দ্র দুই নং রেলগেইট এলাকায় রাস্তার ওপর নির্মাণ করা রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি এ্যাস্কেভেটর ও দুটি ভেকু দিয়ে তিনতলা বিশিষ্ট ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়। সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী গণমাধ্যমকে বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে অবৈধ অবস্থায় রাস্তার দাঁড়িয়ে আছে। সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্তকরণের জন্য জনস্বার্থে ভবনটি ভেঙ্গে দেয়া হয়েছে। নগরীর দুই নং রেলগেট এলাকায় ট্রাফিক চত্ব¡রে দেওভোগ আলী আহম্মদ চুনকার সড়কের মুখে ১৯৪৩ সালে নির্মিত হয় রহমত মুসলিম ইনস্টিটিউট ভবন। তৎকালীন নারায়ণগঞ্জে মহাকমা প্রশাসকের নিজস্ব অর্থায়নে রহমত উল্লাহ ইনস্টিটিউট লাইব্রেরি চালু করে। পরে তিনি এটি রহমত উল্লাহ ইনস্টিটিউট ট্রাস্ট করে দিয়ে যান। এটি একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। সিটি মেয়র আইভী সাংবাদিকদের বলেন, পুরাতন ভবনটি চারপাশে নগরীর গুরুত্বপূর্ণ রাস্তা। পুরাতন ভবনটি রাস্তার মাঝখানে থাকায় জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১৯৭৮ সালের ২৯ মে সাধারণ সভায় বিকল্প প্ল্যান প্রদানের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৫ সালের ১৮ আগস্ট পুরাতন ভবনের দক্ষিণপাশে ২৪ শতাংশ ভূমি রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউটকে বিনামূল্যে বরাদ্দ দেয়া হয়। বর্তমানে ওই জায়গায় বহুতল ভবন নির্মাণ করে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
×