ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইদলিবে প্রচন্ড যুদ্ধ ॥ জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

প্রকাশিত: ০৯:৪৭, ২০ জুন ২০১৯

 ইদলিবে প্রচন্ড যুদ্ধ ॥  জাতিসংঘ  মহাসচিবের উদ্বেগ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সিরিয়ার ইদলিব প্রদেশের পরিস্থিতি স্থিতিশীল করতে মঙ্গলবার রাশিয়া ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। সেখানে ব্যাপক যুদ্ধ চলায় সংস্থাটি মানবিক সঙ্কট সৃষ্টির বিষয়েও সতর্ক করেছে। খবর এএফপির। গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘ইদলিবে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং সেখানকার পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এর ফলে প্রদেশটির বেসামরিক নাগরিকদের চরম মূল্য দিতে হচ্ছে।’ ইদলিবের পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের প্রাক্কালে তিনি এমন মন্তব্য করেন। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্ক লকোক পরিষদকে বলেন, ‘আমাদের চোখের সামনে ব্যাপক মানবিক সঙ্কট মোকাবেলা করছে বিশ্ব।’ সিরিয়ায় জিহাদীদের সর্বশেষ ঘাঁটি ইদলিব এবং আলেপ্পো ও হামাসহ বিভিন্ন এলাকাকে সরকারের ব্যাপক অভিযানের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে করা চুক্তিতে রাশিয়া ও তুরস্ক স্বাক্ষর করে। তবে এসব এলাকা থেকে জিহাদীরা চলে যেতে অস্বীকৃতি জানানোয় চুক্তিটি কখনও পুরোপরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষের দিক থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির সরকার ও রাশিয়া তাদের অভিযান জোরদার করে। লকোক বলেন, ‘গত ছয় সপ্তাহের বেশি সময় ধরে ব্যাপক অভিযানের ফলে ২৩০ জনের অধিক বেসামরিক নাগরিক নিহত হয়।
×