ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিহির রঞ্জন তালুকদার;###;কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ;###;প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট।;###;মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ১২:১৫, ১৮ জুন ২০১৯

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। ধারাবাহিক আলোচনায় আজ দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো (পূর্ববর্তী প্রকাশের পর) ৮৯. ডেটা কমিউনিকেশনের উপাদান হলো- i. কম্পিউটার ii. টেলিফোন iii.ক্যাবল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৯০. নিচের কোনটি কম্পিউটার গতির শ্রেণিবিভাগ- ক. ন্যানো ব্যান্ড খ. ওয়াই ফাই গ. ভয়েস ব্যান্ড ঘ. ওয়াই ম্যাক্স নিচের উদ্দীপকটি পড় এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও : করিম সাহেবের ১২ তলা বিশিষ্ট অফিসটিকে সম্পূর্ণ নেটওয়ার্কের আওতায় এনে তাঁর সকল অফিসিয়াল কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। ৯১. তিনি কোন ধরনের টপোলজি ব্যবহার করেছেন? ক. বাস খ. রিং গ. স্টার ঘ. ট্রি ৯২. তিনি ডাটা ট্রান্সমিশনের কোন মোডটি ব্যবহার করতে পারবেন? i. ইউনি কাস্ট ii. ব্রড কাস্ট iii. মাল্টি কাস্ট নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. র, রর ও ররর ৯৩. ডেটা ট্রান্সমিশন মোডগুলো হচ্ছে- i. Simplex ii. Half Duplex iii. Full Duplex নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৯৪. কোর, ক্লোডিং, জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়? ক. কোএক্সিয়েল খ. অপটিকেল ফাইবার গ. টুইস্টেড পেয়ার ঘ. রাউটার ৯৫. কোনটি লোকাল নেটওয়ার্কের প্রযুক্তি? ক. Wi-Max খ. ব্ল-টুথ গ. ইনফারেড ঘ. Wi-Fi ৯৬. কোনটি ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান নয়? ক. মেসেজ খ. সোর্স গ. প্রাপক ঘ. কোনটিই নয় ৯৭. ডেটা ট্রান্সমিশনের হারকে কি বলে? ক. ডেটা খ. ইনফরমেশন গ. ব্যান্ডউইথ ঘ. প্রটোকল ৯৮. ঢাকা ও নরসিংদীর পাশাপাশি জেলার কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তরের নেটওয়ার্ক কোনটি? ক. PAN খ. LAN গ. WAN ঘ. MAN ৯৯. ব্রডব্যান্ড ডেটার গতিসীমা কত? ক. 6900bps খ. 9600bps গ. 1bps ঘ. 1mbps ১০০. তারবিহীন মাধ্যম কত প্রকার? ক. ৩ খ. ২ গ. ৪ ঘ. ৫ উত্তরপত্র: ৮৯- ঘ, ৯০- গ, ৯১- ঘ, ৯২- খ, ৯৩- ঘ, ৯৪- খ, ৯৫- ঘ, ৯৬- ক, ৯৭- গ, ৮ ঘ, ৯৯- ঘ, ১০০-ক ।
×