ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় নদী ভাঙ্গনরোধে জরুরী মেরামত কাজের উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ জুন ২০১৯

বরগুনায় নদী ভাঙ্গনরোধে জরুরী মেরামত কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, বরগুনা ॥বরগুনা বিষখালী নদী ভাঙ্গন থেকে বামনা লঞ্চঘাট রক্ষায় জরুরী মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলদেশ এখন তলা বিহীন ঝুড়ি নয়, জাতির জনক বঙ্গবন্ধুর সপ্ন ছিলো সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়া, সেই লক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাস্তবায়ন করে যাচ্ছে, এ বক্তৃতার মধ্য দিয়ে শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বরগুনার বামনা লঞ্চঘাট এলাকায় ৬ কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে ৫শ ৫০মিটার নদী ভাঙ্গনরোধ পরীক্ষা মূলক কাজের উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ। এসময় উপস্থিত ছিলেন বরগুনা ২আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বামনা উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান লিটুসহ সাংবাদিক, মু্ক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সাধারন জনতা এসময় উপস্থিত ছিলেন।
×