ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদিতে প্রথমবারের মতো বাণিজ্যিক বিমানে নারী পাইলট

প্রকাশিত: ১২:৪৯, ১৬ জুন ২০১৯

 সৌদিতে প্রথমবারের  মতো বাণিজ্যিক  বিমানে নারী পাইলট

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে প্রথমবারের মতো বাণিজ্যিক বিমান ওড়ানোর অনুমতি পাচ্ছেন এক নারী পাইলট। এভিয়েশন লাইসেন্স পাওয়ার ছয় বছর পর স্বপ্ন পূরণ হচ্ছে ইয়াসমিন আল মায়মানি নামে ওই পাইলটের। খবর ইয়াহু নিউজের। দেশটির টিভি চ্যানেল আল-আরাবিয়ার তথ্য মতে, জর্দান থেকে পাস করে ইয়াসমিন যুক্তরাষ্ট্রে যান প্রশিক্ষণের জন্য। সেখানে ৩০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা পূরণ করে লাইসেন্স অর্জন করেন তিনি। ২০১৩ সালে সৌদি আরব থেকেও এভিয়েশন লাইসেন্স লাভ করেন ইয়াসমিন। এরপর, বাণিজ্যিক বিমানের পাইলট হতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ছয়টি বছর। অবশেষে, সৌদি-মিসর রুটে চলাচলকারী নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
×