ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা যুবরাজের

প্রকাশিত: ০৩:১৪, ১০ জুন ২০১৯

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা যুবরাজের

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপে ওভালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয়ার পর ভারতজুড়ে যখন আনন্দ উৎসব, তখন ক্রিকেটপ্রেমিদের জন্য বয়ে এল একটি দু:সংবাদ। ভারতীয় ক্রিকেট ফ্যানরা জানতে পারলেন অলরাউন্ডার যুবরাজ সিং ভারতের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুবরাজ সিং। খবর এনডিটিভির। যুবরাজ সিং ভারতের হয়ে ওয়ানডে, টি টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ১৯ বছরের ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে ওয়ানডে অভিষেকের মধ্য দিয়ে। ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। আর স্কটল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে তার টি-টোয়েন্টি অভিষেক হয়। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়ে ৩৭ বছর বয়সী যুবরাজ সিং টুইটারে লিখেন, ‘২৫ বছর ধরে টানা খেলে যাচ্ছি। এখন মনে হচ্ছে ক্যারিয়ারে ইতি টানা দরকার। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। যে কারণে আমি আজকের এ অবস্থানে।’ ভারতের হয়ে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরে সত্যিই আমি ভাগ্যবান। আমি যখন খেলাটা শুরু করি তখন চিন্তাও করতে পারেনি এতদূর আসতে পারব।
×