ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৌসুমি বায়ু আসছে, এ মাসেই ভারি বর্ষণের পূর্বাভাস

প্রকাশিত: ০৯:৪৮, ১০ জুন ২০১৯

 মৌসুমি বায়ু আসছে, এ মাসেই ভারি বর্ষণের  পূর্বাভাস

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে রবিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকে। আগামী তিন দিনের মধ্যেই টেকনাফ উপকূলে পৌঁছতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা)। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই বায়ু সারাদেশে বিস্তার লাভ করতে পারে। জুনে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টিরও আশঙ্কা থাকছে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের আগেই গত কয়েক সপ্তাহ ধরে দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসের প্রথমার্ধের মধ্যে মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করতে পারে। চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ৩৫৬ মিলিমিটার, ময়মনসিংহে ৪৩২ মিমি, চট্টগ্রামে ৫৮৯ মিমি, সিলেটে ৬৩৪ মিমি, রাজশাহীতে ৩০৫ মিমি, রংপুরে ৩৮৯ মিমি, খুলনায় ১৭৫ মিমি ও বরিশালে ৩৬০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকার পরও রাজধানীতে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। সর্বোচ্চ ও সর্বনিম্ন তামাত্রার পার্থক্য হ্রাস পেয়েই চলেছে, যা ভ্যাপসা গরম অনুভূত হওয়ার অন্যতম প্রধান কারণ। ঢাকায় আবহওয়ার এমন আচরণের মাত্রা যেন একটু বেশি। গত কয়েকদিন ধরে ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা-দু’টিই বেড়ে যায়। ঢাকা ছাড়া দেশের অন্য সব এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকছে। তাই ইট-পাথরের রাজধানীতে দেশের অন্য সব এলাকার তুলনায় বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানায়, রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কক্সবাজারে ৩৪.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। আর ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ৩৩.৫ ও ২৭ ডিগ্রী সেলসিয়াস।
×