ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৯:১৩, ৮ জুন ২০১৯

 নাসিরনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া ॥ নাসিরনগরে ফসল নষ্ট করার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ফুল মিয়া (৬০) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০/১২ দিন আগে গরু জমিতে ঢুকে ফসল নষ্ট করার জেরে আতিকুড়া গ্রামের একই গোষ্ঠীর আব্দুল আউয়াল ও লিটন মিয়ার লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি মীমাংসার জন্য ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান শুক্রবার দুপুরে দুই পক্ষকে নিয়ে বসেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুনরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ফুল মিয়া মারা যান। নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ কাউছার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। লক্ষ্মীপুরে আহত ৫ নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, রামগঞ্জের পূর্ববিঘা গ্রামে ঈদের দিন বুধবার জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষ সফিক কাজী গ্রুপের হামলায় ৫জন আহত হয়েছে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মামুন হোসেনের (২৫) অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের পূর্ববিঘা গ্রামে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরারপথে ওঁৎ পেতে থাকা কাজী সফিকুল ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে আসায় স্বজনদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা মামুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা কেটে বড় গর্তের সৃষ্টি হয়। একই সঙ্গে হামলাকারীরা ইট দিয়ে মামুনের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। মামুনের অবস্থা আশঙ্কাজন।
×