ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে স্কুল ভবনে ছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১০:২১, ২৮ মে ২০১৯

 দৌলতপুরে স্কুল ভবনে ছাত্রের রহস্যজনক  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৭ মে ॥ দৌলতপুরের আল্লারদর্গা টেসল স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। শনিবার বিকেলে আল্লারদর্গা টেসল স্কুলের ৫ম তলা থেকে আবু রশিদ নাসিম (১৫) নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের গ্রাম্য ডাক্তার নজরুল ইসলামের ছেলে এবং টেসল ইংলিশ ভার্সন স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্র। নিহত স্কুলছাত্র নাসিমের লাশ উদ্ধারের সময় তার হাতে লেখা একটি নোট পাওয়া যায়- যাতে লেখা রয়েছে ‘বাবা আমি অপরাধী! আমার দ্বারা তোমার স্বপ্নপূরণ করা সম্ভব না। আমি আর পড়াশোনা করতে পারি না। আমি মেয়ের নেশায় পাগল হয়ে আছি। আমি এখন ইচ্ছা করলেও তোমাকে দেয়া কথা রাখতে পারব না। আমি এতটাই নষ্ট হয়ে গেছি যে, তোমার বারণ সত্ত্বেও মোবাইল ফোন কিনেছি, তোমার কষ্টের টাকা আমি অন্যের জন্য ব্যয় করেছি। বাবা আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমি আর পারব না বাবা। আমি তোমার অবাধ্য ছেলে হয়ে গেছি বাবা। টেসল স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, স্কুলের ৫ম তলায় গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় নাসিমকে দেখতে পেয়ে স্কুলের পিওনের সহায়তায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, একই শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাসিমের।
×