ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দগ্ধ স্ত্রী সালমাও মারা গেলেন

প্রকাশিত: ১০:৩২, ২৬ মে ২০১৯

 দগ্ধ স্ত্রী সালমাও মারা গেলেন

স্টাফ রিপোর্টার ॥ শেরে বাংলা নগরের পশ্চিম আগারগাঁওয়ের দুই নম্বর রোডের একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে স্ত্রী সালমা আক্তারও (২৬) মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী-স্ত্রী কেউ আর বেঁচে রইল না। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সালমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গত শনিবার রাত ২টার দিকে সালমার স্বামী মোক্তার হোসেন (৩৫) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার দিন গত ১৬ মে দগ্ধ মোক্তার হোসেন জানান, তারা পশ্চিম আগারগাঁওয়ের দুই নম্বর রোডের একটি পাঁচতলা বাসার নিচতলায় ভাড়া থাকেন। ওইদিন বিকেলে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। তাদের একমাত্র ছেলে শাফিন আহমেদ (৬) বাসার বাইরে প্রাইভেট পড়তে গিয়েছিল। স্ত্রী সালমা রান্না করছিল।
×