ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

যশোরে ৮ সোনার বার আত্মসাত ॥ তিন পুলিশ আটক

প্রকাশিত: ১৪:০০, ২২ মে ২০১৯

যশোরে ৮ সোনার  বার আত্মসাত ॥  তিন পুলিশ আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ চোরাচালানীর কাছ থেকে ৮ সোনার বার ছিনিয়ে নেয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শার্শা থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। আটককৃতরা হলেনÑ বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তবিবর রহমান (৩২), রঞ্জন কুমার মৈত্র (৩৭) এবং পুলিশ কনস্টেবেল (গাড়িচালক) তুষার সরকার (২৮)। শার্শা থানার এসআই আবুল হাসান দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, গত রবিবার মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামটা জামতলা এলাকায় ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রেজাউল মাস্টারের বাড়ির পাশে পুলিশ পুরিচয়ে ছিনতাই সংঘটিত হয়। এই বিষয়টি জানার পর পুলিশ অনুসন্ধান করে।
×