ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়া উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

প্রকাশিত: ১৩:৩০, ২২ মে ২০১৯

বগুড়া উপনির্বাচনে  অংশ নেবে  বিএনপি

বিডিনিউজ ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান মঙ্গলবার বলেছেন, তারা উপ-নির্বাচনে অংশ নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পেয়েছেন। তিনি বলেন ‘তারেক রহমান বিকেলে দলের নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করা বগুড়ার নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন, তাদের মতামত নেন। পরে তিনি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত দেন।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর এলাকার এ আসন থেকে জয়লাভ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পর নানা নাটকীয়তার মধ্যে শেষ পর্যন্ত দলের অন্য সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও ফখরুল নেননি। এ কারণে নির্দিষ্ট সময় অতিক্রম করার পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। ২৪ জুন এ আসনে উপ-নির্বাচন হবে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
×