ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার পার্টি

প্রকাশিত: ১১:০৮, ১৫ মে ২০১৯

কূটনীতিকদের সম্মানে  বিএনপির ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার ॥ বিদেশী কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, ইইউর চার্জ দ্য এ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিস, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোরডিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, যুক্তরাষ্ট্রের ডেপুটি চীফ মিশন জোয়েল রিফম্যান, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল বাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেল্টকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পু, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব প্রমুখ। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কাতার, লিবিয়া, শ্রীলঙ্কা, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ডস, ইরান, ভিয়েতনাম ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা ইফতারের আগে টেবিলে টেবিলে গিয়ে বিদেশী কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
×