ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যা মামলার আসামি শাকিলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ১৩:০৩, ৮ মে ২০১৯

নুসরাত হত্যা মামলার আসামি শাকিলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৭ মে ॥ ফেনীর নুসরাত হত্যা মামলার পিবিআইয়ের হাতে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আসামি মহিউদ্দিন শাকিল আদালতে ১৬৪ ধারায় স্বীকারাক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন। জবানবন্দী শেষে তাকে জেল হাজাতে পাঠানোর আদেশ দেন বিচারক। সে ঘটনার দায় স্বীকার করে ঘটনার সময় তার ভূমিকা আদালতে প্রদান করে। এ বিষয়ে পিবিআইয়ের মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ঘটনার সময় মাদ্রাসার ভেতরের সাইক্লোন সেন্টার, যে সাইক্লোন সেন্টারের ছাদে ঘটনা ঘটে সেই সাইক্লোন সেন্টারের সিঁড়ির পাশে পাহারায় ছিল, যাতে কেউ ঘটনার সময় ভেতরে প্রবেশ করতে না পারে এবং ঘটনার পর হামলাকারীরা যাতে নিরাপদে বের হয়ে যেতে পারে। আলোচিত এ মামলা এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে এজাহারভুক্ত ৫ জনসহ ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবী পরীক্ষা প্রথমপত্র দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর ১০ এপ্রিল রাতে মারা যায়। পরদিন ১১ এপ্রিল বিকেলে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতে ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে।
×