ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী সপ্তাহে ফিনল্যান্ডে পম্পেও-ল্যাভরভ বৈঠক

প্রকাশিত: ১০:১৬, ৪ মে ২০১৯

 আগামী সপ্তাহে ফিনল্যান্ডে পম্পেও-ল্যাভরভ  বৈঠক

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী সপ্তাহে ফিনল্যান্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে। বৈঠক আয়োজনের কথা নিশ্চিত করেছেন মস্কোর এক সিনিয়র কূটনীতিক। ভেনিজুয়েলায় চলমান সঙ্কট নিয়ে মস্কো-ওয়াশিংটন টানাপোড়েনের মধ্যে এই বৈঠকের খবর সামনে এলো। শুক্রবার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই বৈঠক চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে। গত বছর অনুষ্ঠিত ভেনিজুয়েলার নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনরায় নির্বাচিত হওয়াকে অবৈধ বলে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ওয়াশিংটন। আর মাদুরোকে এখনও সমর্থন দিচ্ছে রাশিয়া। আগামী সোম ও মঙ্গলবার আর্কটিক কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পার্শ্ববৈঠকে মিলিত হবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ভেনিজুয়েলায় চলমান অচলাবস্থা দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার মূল বিষয়বস্তু হবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, নির্বাচনী কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনিজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানের প্রতি সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বুধবার ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
×