ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবশেষে মামলা নিল পুলিশ

প্রকাশিত: ০৯:০৩, ২৭ এপ্রিল ২০১৯

 অবশেষে মামলা  নিল পুলিশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকের জন্য দাবিতে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা দায়ের করার অপরাধে প্রতিবন্ধী গৃহবধূকে (৩০) বরিশাল জেলা জজ আদালতের সামনে থেকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় ভিকটিম গৃহবধূ নিজেই বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন-গৃহবধূর স্বামী প্রবীর মিত্র, ননদ জামাই মানব চন্দ্র, গৌরাঙ্গ নাথ এবং অজ্ঞাতনামা আরও দুইজন। মামলার প্রধান আসামি প্রবীর মিত্র ঘটনার একদিন পর স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের আগের মামলার আসামি হিসেবে জেলহাজতে রয়েছে। অন্যান্য আসামিরা পালাতক রয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এর দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের এসআই এইচএম শাহিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের অসুস্থতার কারণে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তাছাড়া ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা এবং তার রিপোর্ট পাওয়ার পরেই এজাহার তৈরি করে তা কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
×