ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ শতাংশ ছাড়ে বিমানের দিল্লী ফ্লাইটের টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ১২:০০, ২৫ এপ্রিল ২০১৯

১৫ শতাংশ ছাড়ে বিমানের দিল্লী ফ্লাইটের টিকেট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ॥ বিমানের দিল্লীর ফ্লাইটে বেশ সাড়া মিলছে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টিকেট বিক্রি। উদ্বোধনী ফ্লাইট হিসেবে এ রুটে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে বিমান। আগামী ১৩ মে উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে টিকেটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। সময়সীমা অনুযায়ী আগামী ৩০ মে’র মধ্যে যারা টিকেট ক্রয় করবেন- তারা এ ছাড়ের সুযোগ নিতে পারবেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। ঢাকা থেকে দেশী-বিদেশী সব এয়ারলাইন্সের মধ্যে একমাত্র বিমানই ঢাকা-দিল্লী রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম লাভজনক রুট হবে বলে মনে করা হচ্ছে। এ রুটে রিটার্ন টিকেট একমাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ ইউএস ডলার (প্রায় ২৫ হাজার টাকা) এবং এক বছর মেয়াদী টিকেটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার (প্রায় ২৭ হাজার টাকা) ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে এভিয়েশান বিশেষজ্ঞদের মতে, মাত্র দু’ঘণ্টার আকাশপথ হিসেবে এ ভাড়া অনেকটাই বেশি। যাত্রীদের প্রত্যাশা ছিল বিমান এ রুটের ভাড়া সহনীয় পর্যায়ে রাখবে। যদিও বিমানের ডিজিএম শাসসুল করিম বলেছেন, জেট এয়ারওয়েজের তুলনায় এ ভাড়া অনেক কম। বিশেষ করে ১৫ পারসেন্ট ছাড় দেয়ার পর ভাড়া তো আরও কমবে। বিমান জানিয়েছে- ১৩ মে বিমানের এ রুটে পুনরায় ফ্লাইট চালুর পর প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন (সোম, বৃহস্পতি ও শনিবার) ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টায় ফ্লাইট ছেড়ে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে। আবার দিল্লীর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে। উল্লেখ্য, দীর্ঘদিন চলার পর ২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাতে এ রুটটি বন্ধ করে দেয়া হয়। তারপর জেট একচেটিয়া এ রুটে চড়া দামে টিকেট বিক্রি করে মুনাফা হাতিয়ে নেয়। এ নিয়ে যাত্রীদের মনে ছিল প্রচ- ক্ষোভ। শেষ পর্যন্ত বিমান এ রুটে ফ্লাইট চালু করায় ভাড়া অনেকাংশেই কমেছে বলে জানিয়েছে বিমান সূত্র।
×