ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম

প্রকাশিত: ১০:২৮, ২১ এপ্রিল ২০১৯

হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের নির্বাচনের কারণে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় ২ দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দর। বর্তমানে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১ থেকে ১৫ টাকায়। আমদানিকারকরা বলছেন, ভারতে নির্বাচনের কারণে সে দেশের রাস্তায় রাজনৈতিক দলের সমাবেশের কারণে ট্রাক ভাড়া দিচ্ছেন না ট্রাকের মালিকরা। পান চাষে আগ্রহ বাড়ছে জয়পুরহাটের কৃষকদের অর্থনৈতিক রিপোর্টার ॥ কম খরচে বেশি লাভ হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে উত্তরের সীমান্ত জয়পুরহাট জেলার কৃষকদের। কৃষকরা বলছেন, পান বিক্রির জন্য এ জেলায় নির্দিষ্ট কোন হাট নেই। কিছুটা দুর্ভোগ পোহাতে হয় পান বিক্রি নিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, বর্তমানে জয়পুরহাট সদরের পুরানাপৈল, তাজপুরসহ পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা হাটখোলা, ত্রিপুরা, আটপাড়াসহ অর্ধশতাধিক গ্রামে পান চাষ হচ্ছে।
×