ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০৯:৩২, ২০ এপ্রিল ২০১৯

 শেখ হাসিনাই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন ॥ মোজাম্মেল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ১৯৭২ সালের সংবিধান সাগরে ফেলে দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি চালু করা হয়েছিল। জামায়াতের আমির গোলাম আযমকে টেনে এনে নাগরিকত্ব দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার পর আত্মস্বীকৃত খুনীদের বড় বড় পদে পদায়ন করেছেন। প্রত্যক্ষভাবে যারা স্বাধীনতা বিরোধিতা করেছিলেন তাদের মন্ত্রিসভার সদস্য করলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কার্যকরী নির্বাহী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কথাগুলো বলেন। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের ধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে পাকিস্তানী ভাবধারার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে অভিযুক্ত করে বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার যেন না হয় সে জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। শহীদ জননী জাহানারা ইমামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হলেন। পরে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
×