ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনে শেয়ার কেনা-বেচার সুযোগ আসছে

প্রকাশিত: ১২:২৭, ১২ এপ্রিল ২০১৯

অনলাইনে শেয়ার কেনা-বেচার সুযোগ আসছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সরাসরি অনলাইনে শেয়ার বেচাকেনার সুযোগ আসছে। এ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন ব্রোকারহাউসকে লেনদেনের লাইভ ডাটা (এপিআই) সরবরাহ করার অনুমোদন দিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা গেছে, কমিশন অনুমোদন দেয়ার পর আগ্রহী ব্রোকারহাউসগুলো স্টক এক্সচেঞ্জের কাছ থেকে লেনদেনের সরাসরি ডাটা নিতে পারবেন। একই সঙ্গে ব্রোকারহাউসগুলো নিজস্ব এ্যাপসের মাধ্যমে তাদের গ্রাহকদের শেয়ার কেনাবেচার সুযোগ দিতে পারবেন। ব্রোকারহাউসদের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশে আলোচিত সুবিধা রয়েছে। আমাদের দেশে এই সুবিধা চালু হলে সারাদেশ থেকে বিনিয়োগকারীরা অনলাইনে পুঁজিবাজারে যুক্ত হতে পারবে। এতে বাজারে লেনদেনের পাশাপাশি তারল্য বৃদ্ধি পাবে। ফলে বাড়বে টার্নওভার। যা বাজার গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। বর্তমানে একজন গ্রাহক অনলাইনে শেয়ার কেনাবেচা করতে পারলেও বিষয়টি ব্রোকারহাউসের মাধ্যমে করতে হয়। এতে কখনও শেয়ার দর বাড়ে-কমে।
×