ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইডিএলসির বন্ড অনুমোদন

প্রকাশিত: ১১:৩৩, ৩ এপ্রিল ২০১৯

আইডিএলসির বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসই সূত্রে এ তথ্য জানা যায়। মঙ্গলবার বিএসইসির ৬৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। সূত্রে জানা যায়, কোম্পানিটির ২৫৫ কোটি টাকার নন-কনভার্টএ্যাবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৫ বছর মেয়াদী এ বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমএ্যাবল, আনসিকিউর্ড, আনলিস্টেড জিরো কুপন বন্ড। ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে বন্ডটি। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্সের চলমান অর্থায়ন প্রয়োজনীয়তা মেটাতে তারল্য স্থিতি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×