ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘জেন্ডার বৈষম্য হ্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকার বদ্ধপরিকর’

প্রকাশিত: ১০:৪৫, ৩ এপ্রিল ২০১৯

‘জেন্ডার বৈষম্য হ্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকার বদ্ধপরিকর’

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, জেন্ডার বৈষম্য হ্রাস ও নারীর প্রতি সব প্রকার সহিংসতা প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও বৈষম্য হ্রাস করতে কাজ করছে। মঙ্গলবার দুপুরে সিরডাপ মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনএফপিএর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত ‘এডভান্সমেন্ট অব উইমেনস রাইটস’ প্রকল্পের আওতায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউপিআর)’ কর্মশালায় তিনি এসব কথা বলেন। সচিব বলেন, নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি আরও বলেন, পরিবার থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। পরিবারের শিক্ষা সমাজের সহিংসতা কমাতে সাহায্য করে বলে তিনি উল্লেখ করেন।
×