নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ মার্চ ॥ ৫ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে জামালপুরে শেখ হাসিনা নক্সীপল্লী প্রকল্প স্থাপন করার অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাতে শোভাযাত্রা এবং আলোচনা সভা করেছে জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার তারা এ কর্মসূচী পালন করে। এ উপলক্ষে সকাল ১০টায় শেখ হাসিনা নক্সীপল্লী প্রকল্পের অনুমোদন এবং প্রাথমিক পর্যায়ে প্রকল্প স্থানে মাটি ভরাট কাজের জন্য ৭২২ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শহরের শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী আশেক মাহমুদ কলেজের অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। জেলার শতাধিক হস্তশিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা, নারীকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। পরে সরকারী আশেক মাহমুদ কলেজের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, জামালপুরের শেখ হাসিনা নক্সীপল্লী প্রকল্প হবে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির দিশারী। জামালপুর জেলার আশপাশের শেরপুর, টাঙ্গাইল ও বগুড়া জেলার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্র বিন্দু হবে এই জামালপুর। জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতি জামালপুরের আহ্বায়ক বিজন কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।