ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাণীদের মাধ্যমে তথ্য সংগ্রহ

প্রকাশিত: ১১:১৩, ২৪ মার্চ ২০১৯

প্রাণীদের মাধ্যমে তথ্য সংগ্রহ

পশুপাখিদের আচরণ থেকে অনেক কিছুই বুঝতে পারেন বিজ্ঞানীরা। তবে এবার এক বিশাল প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা মহাকাশ থেকে পশুপাখিদের গতিপথ ও আচরণ পর্যবেক্ষণ করে মূল্যবান তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এর ফলে রোগব্যাধির প্রসারসহ নানা বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া যাবে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। কাজাখস্তানে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এক রকেট উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ‘ইকারুস’ নামের ওই প্রকল্প শুরু করতে সেখানে জার্মান বিজ্ঞানীরাও উপস্থিত ছিলেন। পক্ষী বিশেষজ্ঞ মার্টিন ভিকেলক্সির একটি স্বপ্ন পূরণ হতে চলছে। তিনি মনে করেন, পৃথিবী পর্যবেক্ষণের ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা ঘটছে, যা সত্যি অবিশ্বাস্য এক ঘটনা। ২০১৮ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি অভিযান চলে। রুশ মহাকাশচারীরা আইএসএসের গায়ে বিশেষ এক এ্যান্টেনা বানিয়েছেন। এই ইকারুস-এ্যান্টেনা পৃথিবী থেকে অসংখ্য তথ্য গ্রহণ করবে। অভিনব বিষয় হলো, এক্ষেত্রে প্রাণীরা সেইসব তথ্য সংগ্রহ করছে। -ডয়েচে ভেল
×