ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আচরণবিধি লঙ্ঘন

কিশোরগঞ্জ-৫ আসনের এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ সিইসির

প্রকাশিত: ০৯:৪৫, ২২ মার্চ ২০১৯

কিশোরগঞ্জ-৫ আসনের এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ সিইসির

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ মার্চ ॥ কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে সংসদীয় এলাকা বাজিতপুর উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন মর্মে উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবারের মধ্যে এমপিকে এলাকা ত্যাগ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন।জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আফজাল হোসেন এমপি উপজেলা নির্বাচনে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। এমন অভিযোগ লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশন বরাবরে করা হলে কমিশন তাকে নির্বাচন-আচরণ বিধিমালা, ২০১৬-এর ২২ বিধি মোতাবেক ২১ মার্চের মধ্যে নির্বাচনী এলাকা (বাজিতপুর উপজেলা) ত্যাগ করার নির্দেশনা দিয়েছেন। সাতক্ষীরা প্রেসক্লাব ॥ এমপি মোস্তাককে অবাঞ্ছিত ঘোষণা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা প্রেসক্লাব এক জরুরী সাধারণ সভায় সাতক্ষীরা সদর এমপি ও জেলা ছাত্রলীগের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সদর এমপিকে প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা ও ছাত্রলীগের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে জরুরী সাধারণ সভা থেকে। এ ছাড়া সমগ্র ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও স্পীকার বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এক জরুরী সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবির অশোভন আচরণ ও প্রেসক্লাবের সামনে ছাত্রলীগ বিক্ষোভ মিছিলের মাধ্যমে সাংবাদিকদের নামে অশালীন বক্তব্যসহ প্রেসক্লাব ও সাংবাদিকদের প্রতিষ্ঠান ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার এই জরুরী সাধারণ সভা ডাকা হয়। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বাস্তবায়নের জন্য জোর তাগিদ দেয়া হয়।
×